বাদল ঘন ছায়ায় অন্ধকার রাত
রিমঝিম বর্ষণের মৌ্ন মুগ্ধ কলতান
চেপে গেছিল মনে, প্রাণের দ্বারে
অত্যান্ত তীক্ষ্ণ আধ্যাত্ব ভাব ।
কেঁপে ওঠলো বুক থর থর করে
পৃথিবীর মায়ায় অন্ধ নয়ন নিমিষে
ডুবে গেলো দ্বন্ধে জড়ত্বের ।
মন জড়ালো দুনীয়াবি চাওয়া-পাওয়ায়
কেঁদে বসলো নিশাচর পাখির মতো একাকিত্বে ।
নিশীতলে প্রহরে প্রহরে অন্তরের অন্ধস্তরে
চিত্তের কলরোল বেজে উঠলো অধীরে
হায়! পৃথিবী তোমার বাঁধন মায়া ভেঙে
যেতে নাহি দিলে অনন্ত নিত্যের ধারে
বিবশা আবেশের স্পর্শের পিছু টেনে ।