এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
নতুন পথে নতুন আলোয় চলবে ভেসে
সাজাবে তুমি নতুন স্বপ্নের ঢালা -
তোমার মাঝে নাহি রবে কোন অবহেলা ।
এই তো তোমার সময় – নুতন ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
যখন তোমার খেলার বয়স
খেলবে তুমি হয়ে নিরলস ‘বিশ্ব জয়ে,
ঘুরবে তুমি আপন মনে ‘অভয়ে,
হারবেনা বলে মনে বাঁধবে আত্মপ্রত্যয় নিরালা -
দিপ্ত আলোয় ভেসেই হবে তোমার চলা ।
এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।
লিখবে তুমি পড়বে তুমি হবে জ্ঞানি
জালবে প্রদীপ স্বচ্ছ সজিব জ্ঞানের আলোয় ভবে
এমন করে সংকল্প নেবে মনের মধ্যে যবে –
তবেই মিঠবে মানব গ্লানি ‘হুতাশন জ্বালা -
সত্য লয়ে জাগবে যখন ভাঙ্গবে দানব খেলা ।
এই তো তোমার সময় নুতন ‘ওরে তরুণ
এই তো তোমার বেলা ।