আমার সকল ক্ষুদ্রতায়
বিরাট করো ধনি করো
আমার দরিদ্রতায়
হে প্রাণের প্রাণ
দুঃখ-সুখের সকল ধারায়
দাও হে তোমার দান ।
তুচ্ছে আমায় করো স্বচ্ছ
গ্লানি যত ঝরাও নিঃস্ব
মুছে ফেলে ম্লান
ক্ষীণতা মাঝে করোনা বশ্য
হীনতা ঝাড়ে রাখো উচ্চ
অতিচ্ছায় দিয়া পরিত্রাণ ।
অপূর্ণে আমায় পূর্ণতা দিয়ে
জীবন আমার দাও সাজিয়ে
জীর্ণ হোক অবসান
শীর্ণ জরা যাক ঝলসে
তোমার আমার মিলন রাশে
বাজিয়ে কলতান ।