কেমন আছো প্রিয় মোর –
জানিনে যে, তবে
আশা রাখি ভালো আছো
গ্রীষ্মের রস ঝরা এ দিনে ।
আমি আছি শারীরিক মোটামুটি ভাল ।
ইট পাথরের শহরে শুধু বেঁচে আছি
মন সদা পড়ে থাকে গ্রামে
তোমাকে দূরে রেখে দিনতো না কাটে ।

বুকে চাপা অনেক স্মৃতি
চোখে ভাসে ক্ষনে ক্ষনে তোমার মুরতি ।
জোছনা রাতে উঠোনে বসেকাটানো বেলা
কৃঞ্চচূড়ার ছায়াতলে তোমায় নিয়ে দোলা
সব কথা জাগে মনে একেলা নিরজনে
ব্যাকুলতা যায় বুনে হূদয়ে ।
এ ভাবেই যায় দিন রাত কাটে অঘুমে
উওর বর্ষায় বাড়ি আসছি শ্রাবনে
ভাল থাকো দোয়া করি নিয় শুভেচ্ছা প্রীতি
ভালবাসা রেখে গেলাম চিঠি দিয়া ইতি ।