যে রুপে আসিয়াছো স্বরসা আবিরে
সে রুপে দিয় সখি ভালবাসিতে মোরে
কাংকন ঝাঁকুনিতে যেমনে দোলালে হিয়া
সেরুপ আবিরে নিবিড়ে থাকো হূদয়ে
বিহ্বল ছড়িয়ে ভাব জাগা নিয়া ।

প্রাণের নীপবনে গোপনে গোপনে
দোলে আসিলে যদি আপনে নির্জনে
ভালবাসায় থেকে যাইয় জনমে জনমে ।
রাখিব হূদয়ে ভরে লুকিয়ে সখি তোরে
পরানের মাঝে ভাঁজে হরষিয়া ।

আরতির মালতী আনি বাঁধি বেনী
সোহাগে সাজিয়ে দিবো প্রেম রজনি
ভালবাসা যাচি যাচি বাজাবো রাগিণী ।
মিলে যাব তন-মনে সুর বুনে
প্রাণে প্রাণে মিলাব প্রাণ উদ্ভাসিয়া ।