জালবো আলো! জ্বালে, জ্বালবো ভয়
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
দ’লবোদশা, গণ রুষায়
আঁধার যত ভ্রান্ত নেশার, হবেই অবক্ষয় ।
আমার হয় যদি হোক ক্ষয়
জাগিয়ে লবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
মরণ জয়ের মিছিল যখন নামবে মাঠে
থামবেনা আর কোনো বাঁধায় হই বিভ্রাটে
স্বচ্ছ সরল আসবে ছুটে অকুন্ঠো বিস্ময় ।
ধ্বংস আনি ভাঙবে গ্লানীর সকল ক্লান্তী
যখন, জ্বালবে মুশাল, আলোর প্রদীপ সহসা নির্ভয় ।
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।
আসবে জোয়ারঢলে গণসমোজ্জল নির্বিক
নবিন রশ্মি ঝলকাবে গুছে অলিক
ঝরবে জরা ডুববে ভরা বিস্মৃত সঞ্চয় ।
জাগরন ছুটায় ফুটিয়ে নেব সাম্য বাঁধন
প্রাণে প্রাণে ঝলকিবে আলো, হবো আলোকময় ।
আমার হয় যদি হোক ক্ষয়
ফুটিয়ে নেবো সকল বক্ষে বিজয় প্রত্যয় ।