আমি বেড়াই বিকাশ ছড়াই বাংলায় বলি কথা
বাংলা আমার মাতৃভূমি জন্মভূমি মাতা ।
আমি মাতৃ প্রেমে হারিয়ে থাকা পল্লী গাও'র ছেলে
উর্বর পলি র উপর চলি নীলাকাশ মাথায় ঝুলে ।
স্বাধীন দেশে বসবাস করি মুক্ত পথে চলি
বিশ্বসভায় লাল সবুজের পতাকা ধরে তুলি ।
রক্তে লাল পতাকায় বুলে বাংলাদেশ এ নাম
বুলে এই দেশের জনক শেখ মুজিবুর রহমান ।
এটাই আমার জনম পরিচয় জাতিতত্ত্বে বাঙালী
লাখো শহিদ দেশের তরে রক্ত দিয়েছে ডালি ।
সাম্যের বাঁধনে গর্বিত হই যুদ্ধ করেছি মোরা
ছিনিয়ে এনেছি স্বাধীনতা মুজিব প্রেরণা দ্বারা ।