গত ২৪/০২/২০১৭ তারিখে আমি আমার এক বন্ধুর সাথে বইমেলায় গিয়েছিলাম...... সেখানে গেলে প্রায় সবসময়ই আমি বর্ধমান হাউজের ভিতরে ঢোকার চেষ্টা করি......তো সেদিনও গেলাম... কিন্তু আমার বন্ধুটি এতে ভীষণ বিরক্ত হচ্ছিলো...... সে আমাকে বারবার তাড়া দিচ্ছিলো...... অথচ ওটা ছিল তার প্রথম বর্ধমান হাউজে প্রবেশ...... আমি তাকে বাংলা ভাষার আদি ইতিহাস বলতে যেতেই সে আমাকে থামিয়ে দিয়ে বললো " ওসব ইতিহাস আজকাল ধূঁলো জমা অতীত " । আমি তার সাথে সারা পথে এ নিয়ে ব্যর্থ তর্ক করলেও সে ছিলো তার যুক্তিতে অনড়...... নব্য সংস্কৃতি, উদ্দাম নৃত্ত, ইংরেজির বাড়ন্ত ঢেউ, আর হিন্দি ছবি-সিরিয়ালের গান-ডায়ালগ আর আবেদনের কাছে আমাদের প্রিয় বাংলা ভাষা আর তার ইতিহাস কি সত্যিই ধূঁলোয় জমে থাকা অতীত......???? অগ্রজগণ আপনারা কি বলেন......?????
আলোচনাটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৬/০২/২০১৭, ২৩:৪৭ মি: