বায়োস থেকে বায়ো
আর লোজোস থেকে লজি ;
দুটি ল্যাটিন মিলে শেষে
গড়লো বায়োলজি ।
সে থেকে শুরু হলো
জীব–জীবনের চলা,
মাঝপথে সাথী হলো
কোষ থেকে কলা ।
নানান রকম আবিষ্কারে
ভরলো সাধের ঝুলি,
অস্থি থেকে শুরু করে
হাসলো মাথার খুলি ।
নানান জনের নানান কথায়
নানান নামের মাঝে,
মানবজীবন, জীবজ জীবন
সাজলো নতুন সাজে ।
শ্রেণীভেদে, বংশভেদে
বিভেদ হলো সবই –
নানান ধরন, নানান চলন
নানান গঠনরীতি ।
বায়োলজির যাদুর ছোঁয়ায়
বদলে যাবে ধরা –
জীব–জীবনের প্রেমোদ্যানে
আসবে নাকো খরা ।