হ্যালো দীপা, কেমন আছো ?
ভালো ? হ্যা, আমিও ভালো ।
তোমায় দেখলাম কাল ; কোথায় ?
শাহবাগ, টি.এস.সি মোড়ে ,
হ্যা, আমিও ছিলাম, না ! না !
কে থাকবে সাথে ? আমি ভবঘুরে-
আমার চলার সাথী পথ -
কিন্তু তোমার সাথে ছিলো, বেশ
ঘনিষ্ঠভাবে, গা ঘেঁষাঘেঁষি করে,
ও...ও...ও... ! ও তোমার বন্ধু হয় !
বন্ধু বুঝি এতোটা কাছাকাছি বসে-
যাতে সমাজ নাক ছিটকে বলে-ছি !
কি বললে ? তুমি আমার দূরসম্পর্কের
আত্মীয়া ? তাই এ ব্যাপারে
আমার নাক গলানো উচিত নয় ?
বেশ ! নাক গলাবো না,
কিন্তু কাল যেন বোলোনা আবার-
" ভাইয়া, আপনিই ঠিক ছিলেন,
ডাকাত আমার সর্বস্ব কেড়ে নিয়ে
গা ঢাকা দিয়েছে, আমার
সব শেষ, আমি নিঃস্ব ......"