— একেবারে ঝুম বৃষ্টি
তাই বুঝি কাল আসোনি ?
— এসেছি তো; কিন্তু তোমাকে পাইনি কোথাও-
— সত্যি এসেছিলে ?
— হুম, কোথায় ছিলে ?
— কোথাও না ;
—মানে ?
— ভেবেছিলাম,
মেয়েরা আলসে জাতি,
ঘোর বৃষ্টি হয়েছে অজুহাত
দিয়ে আসবে না ভেবে
বন্ধুদের সাথে ভয়ংকর আড্ডায় মেতেছিলাম;
—আর আমায় বুঝি দিব্যি ভুলে গিয়েছিলে ?
—বলতে পারো তাই!
কিন্তু তুমি সত্যি এসেছিলে ?
—দিব্যি দাঁড়িয়েছিলাম আধঘন্টা,
নিশ্চুপ কাকভেজা ভিজে ছিলাম;
ভেবেছিলাম, তুমি হয়তো আড়ালে
দাড়িয়ে দেখছো, কিন্তু তাই বলে....
—অতো বৃষ্টিতে আসতে গেলে কেনো ?
যদি জ্বর-ঠান্ডা হয়ে যেতো-
— তোমায় ভালবাসি যে, ভালোবেসে
মেয়েরা সর্বস্ব দিতে পারে, ভুলে গেছো ?