এখন আমার তেইশ চলে
                     কিংবা একটু বেশি
কাদম্বরী, ভয় কি তাতে ?
                     আমি তোমারেই ভালোবাসি!
স্বপনে তোমারে প্রিয়া ডেকেছি
                      পরানে দিয়াছি ঠাঁই,
মরমে তোমারে মরমী করেছি
                       চক্ষু বুজিলে তাই—
দেখি, সদা তুমি চির যৌবনা
                        সদাই পঁচিশ তুমি
কালো নয়, ও যে সোনার মুখ
                         স্বপনে গিয়াছি চুমি।



উৎসর্গ: কবিগুরুর নতুন বৌঠান কাদম্বরীকে