আমার একটা সুস্পষ্ট অতীত আছে;
মেয়ে তোমাকেই বলছি–
আমার একটা জীবন্ত অতীত আছে !
অনেক দিনের স্মৃতিতে মোড়ানো অতীত;
মাঝে মাঝেই তা জ্বলজ্বল করে উঠে-
দ্বিগিদ্বিগ জ্বালিয়ে যায় আমার ভেতর,
আমার বাহির, আমার সব।
মেয়ে, তুমি ছাই হয়ে যাওয়া ধ্বংসস্তূপে
আবার শহর সাজাতে পারবে ?
তুমি মরুভূমি হওয়া চাতক হৃদয়ে
আবার বর্ষণ আনতে পারবে ?
আনতে পারবে— ফুল-ফসল-পাখির
মুখরতা, সোনালী স্বপ্নের সকাল ?
তবে আমাকে স্বপ্ন দেখাও নতুন দিনের, আলোয় ঊজ্জ্বলিত করো আমার সকল অন্ধকার !
আমাকে আবার জীবন দাও,
ভালোবাসা দাও, দাও স্পন্দন এক জীবন্ত
হৃদয়ের; আর যদি তা না পারো- তবে-
দোহাই তোমার, দোহাই তোমার সমস্ত পৃথিবীর,
জ্বলন্ত আগুনে বারুদের উপাদান ঢেলে দিওনা,
জানোনা ? আমার একটা ব্যর্থ অতীত আছে !
জানোনা ? আমার কিছু রাতজাগা কষ্ট আছে !
তবে কি লাভ স্মৃতির শহরে আরো কিছু
ব্যর্থ প্রেমের স্মৃতি যোগ করে ?