আজ শোক;
         শোকে শোকাতুর হোক
সারাবাংলা, শোক ছুঁয়ে যাক
বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে,
           প্রতিটা সীমান্তে সীমান্তে,
শোক শক্তিতে পরিণত হোক;

শোক...
ইতিহাসের পাতায় লেখা হোক
রক্তের কালিমায়,
আহাজারি আর হারানোর বেদনায়;
শোক ছড়িয়ে পড়ুক বিশ্বে,
প্রতিটি রক্তবিন্দু থেকে স্নায়ু অব্দি-
শিরা থেকে উপশিরায়;

শোক....
মুছে দিক কপাল থেকে
পিতৃ হত্যার অপবাদ,
ধুয়ে দিক ঘাতকের কালি;

শোক....
কাঁদাক বিশ্বকে আজ,
কাঁদুক বাংলা, কাঁদো বাঙালি।