ভূমি উত্তরিল,
আজ এত রাগ কেন কবি তুমি???
করিয়াছে কি কোনো দোষ ভূমি???
ভাবিয়া দেখ ভাই
তোমাদের তরে এত কিছু করি বিনিময়ে কি কিছু পাই???
তীরে তীরে ভিড়াইয়া রাখি তরী
তোমরা ভাব, না উঠিতে পারিলেই বুঝি মরি
হা কবি দিয়াছি তো আমি, নেবও তো আমি
তাহলে কেন কর এতো মিছে দামাদামি???
বলিলাম,
আমি তো চাইছি আমার ওপরে ওঠার ধাপ
এটা চাওয়া কি পাপ???
হইতে যাবে কেন কবি পাপ
তুমি কি বলিতে পারিবে, তুমি পাড় করিয়াছ তোমার নিচের ধাপ???
অন্যের তরে তুমি আছো কি কবি???
তাহলে অন্যজনা তোমার তরে থাকিবে, এটা কি করে বলি???
চেয়ে দেখ ভাই
গাছ ছাড়া তোমাদের বড় আপন কেহ নাই
তবুও তোমরা তাহার ব্যাপারে করেছো কি বাছাই???
করনিকো বাপু।
নদীকে তোমরা করিতেছ হেলা
বুঝিবে সেদিন যেদিন থাকিবেনা আর বেলা
তাহলে ভূমিই বা কেন দেখিবে তোমাদের???
তোমরা  যদি না দেখ ভুমিকে???
বলিলাম,
তবে কি আমরা বৃথাই এসেছি ধরায়???
দেখিতে, কিভাবে ভূমি আমাদেরকে জড়ায়???
বৃথা হবে কেন ভাই
তোমাদের কি কিছুই করার নাই???
বলিলাম,
করার তো আছে অনেক কিছু
তুমি কি তাহলে ছুটিবে আমাদের পিছু পিছু???
তোমরা যদি হায় চেষ্টা করিতে পার কিছুর
আমিও ছুটিতে পারিব তোমাদের পিছুর।
বলিলাম,
তবে কি আর মরিব না ভাতে???
পাইব কি সম্মান নিজের হাতে???