আমি বলিলাম
হবে না এরকম আর ভাই
শুধাইল আমায়
রবে না তোমার ঠাই
যেথা চাহ সেথা যাও কেউ দিবে না বাঁধা
শুধু যাওয়ার আগে দিয়ে যাও মোর পাওনা চাঁদা
বলিলাম,
কি করিয়া দেবো আমি ধন-দৌলত তো নাই
বলিল বাবু,
না দিতে পারিলে কি আর করা ভিটে খানি মোর চাই
বাপ দাদার ভিটে খানি কি করিয়া দেবো ভাই
ও যে আমার মরন কালের মাথা গুজাবার ঠাই
এতো কথা জানিনে বাপু কহিল রাগিয়া আমায়
ভিটে খানি লিখে দিয়ে মোরে হও তাড়াতাড়ি বিদায়
বলিলাম বাবু এতো সাধের ভিটেখানি কি করিয়া
দেই তোমায়
না দিলে নাই কি করিয়া জমি লইতে হয় মোর
জানা আছে তার উপায়
ভালোয় ভালোয় দিয়ে দাও বাপু ভিটেখানি লিখে আমায়
নইলে বাপু বাতলাতে হবে অন্য কোন উপায় ।
মরন ভয়ে লিখে দিলাম ভিটেখানা
প্রতিশোধের আগুন দিচ্ছিল মোরে হানা
বুঝিলাম আজ যদি না থামাই বাবুকে
পরক্ষনে হানা দেবে অন্য কোন বাড়িতে
হাতে চারখানা মশাল লইয়া গেলাম জ্বালিয়া দিতে
গিয়ে দেখি হায়
কে যেন সেথায়
আগুন লাগিয়েছে সারা বাড়িতে
বুঝিলাম আমি ছাড়াও বাবুর ওপরে ছিল অনেকের ক্ষোভ
তাইতো আজি বাবুর দুয়ারে উঠিয়াছে জোর
কলরব
মনে মনে ভাবিলাম আজ তুমি বাঁচিতে বাবু
যদি থাকিতে ন্যায়ের পথে
অন্যায়ের বিচার মানুষ না করিলেও
প্রকৃতি করে পদে পদে ।