আমার নাম বকুল দেব । আমার বাড়ি ধলাই জেলার মাছলীতে । কিন্তু চাকরী সুবাদে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের স্থায়ী বাসিন্দা হয়ে যাই । বর্তমানে আমি অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী । মাঝে মধ্যে একটি দু'টি কবিতা লিখি।কোনো কোনো ম্যাগাজিন বা স্মরনিকায় কোন কোন সময় আমার কবিতা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছ । আমি একজন সাধারণ মানুষ । লক্ষ্য খুব স্থির, কিছু পাওয়ার, কিছু অর্জন করার। না পাওয়ার বেদনা সাময়িক, কিন্তু কোন কিছুতে হাল ছাড়ি না, যতক্ষণ না পাওয়ার বস্তুটি অর্জন হয়।আমার জীবনে কোন বড় উচ্চাকাঙ্খা নেই বললেই চলে।শ্রদ্ধা করি, ভালবাসি বাবা-মাকে, যাদের জন্য আজ আমি এ পৃথিবীতে। ভালবাসি আমার স্ত্রীকে, মেয়ে পিংকী এবং ছেলে মান্না ও পান্না কে। পছন্দ করি কোন কিছু না পাওয়ার আশায় অন্যকে সাহা্য্য করতে । নিজে কিছু ভোগ না করে অন্যকে ভোগ করাতে বেশি ভালবাসি , পছন্দ করি, কারণ আমি জানি “ ভোগে সুখ নেই ত্যাগই সকল সুখ”। আমি সব সময় নিজের স্টাইলে চলতে বেশি পছন্দ করি, কাউকে অনুকরণ বা অনুসরণ করে নয়। আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে কেউ হস্তক্ষেপ করুক সেটি আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দ।
এই ওয়েব্সাইটটি পেয়ে যার পর নাই সুখাভিভূত ।এখন থেকে নিয়মিত লেখার প্রচেষ্টা চালিয়ে যাবো ।