বহে নিয়ে চলেছি আমি সাতান্ন বছর ,
মোর এ দেহ খানি পৃথিবীর ’পর,
ক্লান্তিহীন আলোছায়া পথ—-
কোনো চাওয়া নেই, কোনো ক্লেদ নেই,
অনুযোগ-অভিযোগ তাও নেই;
নেই তেমন কোনো বন্ধুর পারাবার।
কেবল রাশি রাশি পাওয়া আছে
কত কত কথা আছে, আশা আছে,
ভালোবাসা আছে,
বিশ্বাসের শক্ত শেকড় আছে—
না চাইতেই যদি
এতো বৃষ্টি জল, এতো ফসল,
মুঠো মুঠো সুখ ফল,
এই আকাশ, এই ধরা
এই মনু, ছাওমনু, দেও
এই আমার স্বাধীন নিঃশ্বাস,
এই আমার মুক্ত সবাক বর্ণমালা;
আমার কেবলই মনে হয়
সব, সব, সব—
সবই যেনো প্রকৃতির অপার করুণা ।
একাকি নির্জনে বসি
আমি শুধু ভেবে যাই ,
মনোরম প্রকৃতিরে
কৃতজ্ঞতা কেমনে জানাই ।