ছোট্ট বেলায় ছিলাম অামি
একটুখানি ডানপিটে
পড়ালেখায় ছিলাম অামি
বরাবর-ই অানমনে।
কোনরকম টেনেটুনে
সনদপত্র এক জুটিয়ে
চাকুরি পাবার প্রত্যাশাতে
গেলাম আমি রাজধানীতে।
ঘুরলাম আমি দ্বারে দ্বারে
কাজ হলো না কোনখানে
অবশেষে বিফল হয়ে
ফিরে এলাম মাটির টানে।
ভাবছি আমি মনে মনে
একা একা সঙ্গোপনে
নাইকো বাবার টাকাকড়ি
কি দিয়ে তাই জীবন গড়ি।
হঠাৎ তখন পড়লো মনে
দেখেছি আমি দূরদর্শনে
কেমন করে বেকার ছেলে
হয়েছে এখন স্বাবলম্বী।
ছুটলাম আমি যুব উন্নয়নে
প্রশিক্ষণ আর ঋণ নিতে
সদ্ব্যবহার করবো আমি
আছে যেটুকু জমা-জমি।
উন্নত সব ফসল বুনে
মাছ মুরগী আর গাভী পেলে
হবো আমি আত্মকর্মী
হবো আমি স্বাবলম্বী।।