মহান বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা........


ষোলোই ডিসেম্বর, উনিশশো একাত্তর
তুমি কোটি বাঙ্গালীর গর্বিত দিবস
স্বাধীন বাংলার রূপ।
তুমি জয়বাংলা ধ্বনিতে মুখরিত
দামাল ছেলের মুখ
তুমি দেশের তরে লাখো শহীদের
অাত্মদানের সুখ।
তুমি বুকে মাইন বেঁধে প্রান হারানো
বাঙ্গালি বাহাদুর
তুমি ছেলে হারা মায়ের মুখের হাসি
ছিল যা শোকাতুর।
তুমি ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
স্বপ্ন বঙ্গবন্ধুর
তুমি স্মৃতিসৌধের সর্বোচ্চ শির
লজ্জা যা শত্রুর।
তুমি রক্তে অর্জিত নতুন মানচিত্র
সবুজের সমুদ্দুর
তুমি লাল সবুজের বিজয় কেতন
সোনার বাংলা সুর।
তুমি বোনের কন্ঠে দেশের গান
কত না সুমধুর!
তুমি ভাইয়ের গলায় জয়ের মালা
হাসি নববধূর।
তুমি ভোরের অাকাশে উদিত সূর্য
সোনা মাখা রোদ্দুর
তুমি ফসলের মাঠে কিশোরীর ছোটা
দিগন্ত যতদূর।
তুমি নতুন পতাকায় সুশোভিত হাত
দুরন্ত শিশুর
তুমি তুলতুলে গালে অালপনা অাঁকা
বিজয় একাত্তর।।