(সকল নিপীড়িত মজলুম রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে...)
তুমি ত্যাগী নেতা অং সান সু চি
শান্তিতে নোবেল বিজয়ী!
ভেবেছিলাম বিশ্বশান্তি বজায়ে
তোমার থাকবে না কোন জুড়ি।
আজ তোমার আরাকানে দেখছি
মানবতার বিপর্যয়
গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন
যেন নিত্যকার বিষয়।
শান্তি পায়ে ঠেলে তুমি কেনো আছো
এই বর্বরতার পিছে?
এমন তো চাইনি তোমার মত
বরেণ্য নেতার কাছে!
দোষ যদি কেউ করে থাকে
তাকে ধরে শাস্তি দাও
অবুঝ শিশু থেকে অতিশয় বৃদ্ধ
কেন সবার জীবন নাও?
জন্ম নিয়েও আরাকানিরা আজ
নিজ দেশে পরবাসী
উদ্বাস্তু শিবিরে অাশ্রিত এক
নিরন্ন উপবাসি।
মুসলিম বলেই কি রোহিঙ্গাদের তুমি
নাগরিকত্ব নিয়েছো কেড়ে
বাধ্য করেছো পালিয়ে যেতে
বাস্তুভিটাটি ছেড়ে।
ধর্মই যদি জানবে বড়, তবে কেন
করছো এত হানাহানি
শুনেছি মহান বুদ্ধদেব শোনাতেন
শান্তির অমিয় বানী।
তোমার ধর্মে শিখিয়েছে জানি
অহিংসা পরম ধর্ম
তবে কেন চলছে সেথায়
এত রাহাজানি, অপকর্ম!
আরো জানি তোমার ধর্মতে অাছে
জীবহত্যা মহাপাপ
তবে কি বলবে ওরা নয় মানুষ!
অন্য কোন জাত।
রোহিঙ্গার রক্তে পড়েছো অালতা
রাঙ্গিয়েছো তোমার হাত
বলছে সকলে রাক্ষসী তুমি
তুমি হায়নার জাত।
সংখ্যালঘু, দুর্বল বলেই কি
ওরা অধিকার ছিন্ন
নির্যাতনই পাওনা ওদের!
সমাধানের নাই কি পথ ভিন্ন?
বিশ্ব নেতারাও আজ তুলছেনা অাওয়াজ
তোমার এহেনো কাজে
তবে কি ধরে নেবো মরেছে বিবেক,
না কি হাত করেছো অন্য ভাবে।
দেখবে একদিন মজলুম জনতা
রুখে দাঁড়াবে ক্ষেপে
পালাবার পথ পাবেনা সেদিন
ধরবে টুটিটি চেপে।
মনেরেখো তোমায় দিতে হবে জবাব
সৃষ্টিকর্তার কাছে
অকারণে কেন মেরেছো তুমি
নিরস্ত্র অসহায়ে।
মানুষ তোমায় ঘৃণা করে আজ
সমস্ত হৃদয় জুড়ে
নিক্ষিপ্ত হবে ভাগাড়ে তুমি
পড়ে থাকবে, ইতিহাসের অাস্তাকুড়ে।।