ঢাকা শহর, স্বপ্নের শহর
বাড়ছে মানুষ দিনকে দিন
আশা নিয়ে বাঁধে বাসা
সমস্যা যে অন্তহীন।

ধূলি ধূয়ায় শহরবাসী
নাকাল যে হয় নিত্যদিন
সন্ধ্যা বেলায় মশার ডরে
দেয় যে সবে ঘরের খিল।

যথায় তথায় ময়লা ফেলা
নোংরা যেন শহরটা
উটকো পঁচা গন্ধটাতে
উগড়ে আসে ভূড়িটা।

মহল্লার সব রাস্তাগুলোয়
ল্যাম্পপোস্ট আছে বাতি নাই
রাত্রিকালে ঘটছে যে তাই
চুরি, ডাকাতি, ছিনতাই।

পার্কগুলোতে হাঁটতে যাওয়ার
নাই তো কোন পরিবেশ
আড্ডা জমায় মাদকসেবী
অশ্লীলতার নেইকো শেষ।

নকল পন্যে বাজার ভরা
ভেজাল পানি, খাবার
কাজে বের হয় লক্ষ মানুষ
নেই যে গণ শৌচাগার।

জবরদখল, খুনখারাবি
চাঁদাবাজি আর বাটপারি  
রাতের ঢাকার ভিন্ন রূপ
চলে কত কারবারি-ই।

পুরাণ ঢাকার আজব ভাষা
খিস্তি-খেউড় (অাবে হালা..) অাওড়ায়
গিঞ্জি সরু রাস্তা দিয়ে
চলতে মেজাজ বিগড়ায়।

গরম কালে লোডশেডিং এ
করে সবাই হাঁসফাঁস
শীত কালেতে রান্না ঘরে
থাকে না তো গ্যাসের চাপ।

যানজটেতে নগরবাসীর
ওঠে যেন নাভিশ্বাস
গাড়ি চলে হাত ইশারায়
সিগন্যাল বাতি জ্যান্ত লাশ।

ফুটপাত আছে গর্তে ভরা
হাঁটার কোন উপায় নাই
হকাররা সব দখল করে
দিছে দোকান কত তাই।

খাল বিল সব ভরাট করে
গড়েছে দালান, বাজার, হাট
একটু খানি বৃষ্টি হলে
যায় তলিয়ে রাস্তাঘাট।

ম্যানহোলেতে ঢাকনা যে নাই
খোলা থাকে বারো মাস
পা পিছলে পড়লে সেথা
স্বপ্ন ভেঙে জীবননাশ।

উন্নয়নের নামে চলে
খোঁড়াখুঁড়ি হরদম
অতিষ্ঠ হয় নগরবাসী
অশান্তির এক উপক্রম।।