স্বাধীনতা কি নীল আকাশে
শুভ্র সাদা পায়রা উড়ানো,
না কি লাল সবুজের টি শার্ট গায়ে
রেলীতে দাঁড়ানো।
স্বাধীনতা কি বীর শহীদের
বেদিতে গিয়ে শ্রদ্ধা পোষণ,
নাকি নেতার কন্ঠে-
মঞ্চ কাঁপানো বক্তৃতা ভাষণ?
স্বাধীনতা কি শুধু যানবাহন আর
বাড়ির ছাদে ওড়ানো নিশান,
না কি সুরেলা কন্ঠে -
মাইকে বাজানো দেশের গান।
এসব তো শুধু দিবস পালনের উপাদান।
স্বাধীনতা মানে দুয়ার খুলে ঘুমিয়ে পড়া
চোর, ডাকাত আর
দুস্কৃতিকারির ভয় না পাওয়া।
স্বাধীনতা হল প্রতিবাদী ভাইয়ের গুম না হওয়া,
রাত বিরাতে কর্মজীবি বোনের নিরাপদে ফেরা।
স্বাধীনতা তো নয় বিশ্বজিতের
রক্ত নিয়ে হলি খেলা,
শীতলক্ষ্যা - নদীর পাড়ে খুনের মেলা।
স্বাধীনতা তো নয় রানা প্লাজার লাশের সারি
শেয়ার বাজার, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি।
স্বাধীনতা তো নয় আর্টিসানে জঙ্গি হামলা
নিরপরাধী ধরে হয়রানি আর মিথ্যে মামলা।
স্বাধীনতা তো নয় কাঁটাতারে ফেলানীর ঝোলা
মাদক আর চোরাচালানে পকেট ফোলা।
স্বাধীনতা তো নয় নেতার গাড়ির উল্টো চলা
ধোকাবাজি, দুর্নীতি আর মিথ্যে বলা।
স্বাধীনতা হল ক্ষমতাসীনের
সমালোচনা করে শুধরে দেওয়া
দেশের প্রতি নিবেদিত হয়ে এগিয়ে নেওয়া।
স্বাধীনতা হল বৈষম্য আর
সাম্প্রদায়িকতার মূল উৎপাটন
শক্ত হাতে ধরবে সবে বিজয় কেতন।
স্বাধীনতা নয় তো শুধুই গর্ব করে দিবস পালন
সে যে দেশমাতৃকার ভালবাসা বুকেতে লালন।
স্বাধীনতা হল মাথা উঁচু করে বাঁচার নাম
শপথ নিই আজ সমুন্নত রাখবো স্বাধীনতার দাম।।