তোমরা যারা এই শহরে
থাকো এসি দালান ঘরে
ঘুমাও গদির বিছানাতে
চলছো দামি গাড়ি করে-
প্রশ্ন রাখি তাদের তরে
এত কিছু পাবার পরে
ছুটছো কেন সুখের খোঁজে
নিষিদ্ধতায় রাতে দিনে?
হয়তো কিছু খোয়া'র ভয়ে
নয়তো আরো পাওয়ার লোভে
সম্পদের-ই মোহ মিছে
সুখকে তুমি ঠেলছো পিছে।
বলছি আমি তাদের কাছে
সুখ যে তোমার পাশেই আছে
অযথা কেনো করছো তুমি
হতাশা আর পেরেশানি।
চলবে যখন গাড়ি করে
দেখবে রঙিন চশমা খুলে
কত শত দিনমজুরে
করছে রুজি ঘাম ঝড়িয়ে।
হাটবে যখন ফুটপাথে তে
দেখবে সেথা পড়ে আছে
অন্ধ, বধির, পঙ্গুরা আর
কত মানুষ অসহায়ে।
দেখে এসো বস্তি মাঝে
ছিন্ন মলিন বস্ত্র গায়ে
কত শিশু বৃদ্ধরা যে
আছে সেথা অনাহারে।
ফাস্টফুডেতে খাওয়া শেষে
দেখবে তুমি বেরিয়ে এসে
হয়তো কোন টোকাই এসে
খাচ্ছে তোমার ঝুটাটা যে।
এত কিছু দেখার পরে
জিজ্ঞেসিও আপনাযে
জবাব যদি না পাও খুঁজে
মিলবে না সুখ জীবন ভরে।।