কৃষক শ্রমিক দিনমজুরে
সকল বাঁধন ছিন্ন করে
বজ্রকন্ঠে আওয়াজ তুলে
রাজপথে আজ দিচ্ছে ডাক
ন্যায্য দাবি মুক্তি পাক।
শোষণের-ই রোষানলে
বিস্ফোরণ আজ ফেটে পড়ে
দৃঢ়কন্ঠ ধ্বনি তুলে
রাজপথে আজ দিচ্ছে ডাক
ন্যায্য দাবি মুক্তি পাক।
মালিক শ্রমিক ব্যবধানের
শৃংঙ্খল আজ ভেঙ্গে দিতে
মুষ্ঠিবদ্ধ হাতটি তুলে
রাজপথে আজ দিচ্ছে ডাক
ন্যায্য দাবি মুক্তি পাক।
অন্ন বস্ত্র বাসস্থানের
নিরাপত্তার আহবানে
সীমান্তের ঐ বেড়া ভেঙ্গে
রাজপথে আজ উঠছে ডাক
ন্যায্য দাবি মুক্তি পাক।।