"ভালবাসা" সে কি শুধু -বিশেষ দিবসে উদ্বেলিত?
- না কি কোন লৌকিকতা?
সে কি উদ্যানে বসে বৃক্ষ আড়ালে জড়াজড়ি করা?
নাকি শাম্মির আহবানে প্রকাশ্য লোকে অধরে অধর রাখা?
ভালবাসা তো পবিত্র এক অনুভূতি
স্বর্গীয় সুখ, হৃদয় মনে ছড়ায় দ্যুতি।
ভালবাসা তো মায়ের হাতের আদর মাখানো তৃপ্ত খাওয়া,
বাবার সাথে রোজ বিকেলে ঘুরতে যাওয়া।
ভালবাসা তো ভাইয়ে ভাইয়ে বুক মিলানো কোলাকুলি
বোনের জন্য মেলা থেকে আনা রেশমী চুড়ি।
ভালবাসা তো বধূর হাসি মধুর চেয়েও মিষ্টি লাগা
কাজ শেষে কখন ফিরবে স্বামী পথো চেয়ে থাকা।
ভালবাসা তো মধ্য রাতে বন্ধুর ফোনে নিদ্রা ভাঙা
আপদ বিপদ আশংকাতে দুরু দুরু কাঁপা।
ভালবাসা তো হৃদয় দিয়ে বোঝার বিষয়
বেলেল্লাপনা, যৌনতা -নয় যে আশয়।
ভালবাসা হল বিশ্বাস আর ত্যাগের খেলা
ভালবাসা দিয়েই বানাতে হয় ভালবাসার ভেলা।
ভালবাসার তো নেইকো সময়, নেইকো শ্রেনী
ভালবাসা হল সর্বসময়, সার্বজনীন।।