স্বপ্ন ঘুমে মগ্ন করা
সুবহে সাদেক ভোর বেলা।
বিছানার আরাম-অায়েস ভুলে
ডাকছে সে যে মধুর গ'লে,
ঘুমিয়ে থাকা বান্দাকে যে
স্রষ্টার হুকুম দেয় স্মরিয়ে।
রুটি রুজি কর্ম করা
ঘাম ঝড়ানো দুপুর বেলা।
ক্লান্ত দেহের কষ্ট ভুলে
ডাকছে সে যে মধুর গ'লে,
ব্যস্ত সকল বান্দাকে যে
স্রষ্টার হুকুম দেয় স্মরিয়ে।
অলস সময় ঘোরা-ফেরা
খেলা-ধূলার বিকেল বেলা।
মনের সকল ইচ্ছে ভুলে
ডাকছে সে যে মধুর গ'লে,
ভুলে থাকা বান্দাকে যে
স্রষ্টার হুকুম দেয় স্মরিয়ে।
গল্প চা-য়ে আড্ডা দেয়া
জমে থাকা সন্ধ্যা বেলা।
নিজে থাকার ইচ্ছে ভুলে
ডাকছে সে যে মধুর গ'লে,
মিছে মত্ত বান্দাকে যে
স্রষ্টার হুকুম দেয় স্মরিয়ে।
কর্ম ক্লান্ত বিষাদ ভরা
বিশ্রামেরই রাতের বেলা।
আপন সুখের ইচ্ছে ভুলে
ডাকছে সে যে মধুর গ'লে,
ঝিমিয়ে পড়া বান্দাকে যে
স্রষ্টার হুকুম দেয় স্মরিয়ে।।