কে 'আমি'?
'আমি' কি আমি?
নাকি 'আমি' অন্য কেউ?
না কি 'আমি' আমার ভিতরে লালিত কোন সত্তা?
প্রশ্ন জাগে মনে, ভাবায় কখনও-বা।
'আমি' যদি আমি হই, তবে-
কেন আমি পুরো নিয়ন্ত্রিন করতে পারি না আমাকে?
কেন পারি না বেদনায় হাসতে, সুখে কাঁদতে?
কেন হাঁচিতে চোখ বুজে যায় আমার?
কেন তন্দ্রা, নিদ্রা, স্বপ্ন রুখতে পারি না আমি?
কেন সাড়া না দিয়ে পারি না প্রকৃতির বিশেষ অাহবান?
ক্লান্তি, পীড়া, বার্ধক্য কেন থামাতে পারি না?
কেন আটকাতে পারি না মৃত্যু?
তবে কে এই 'আমি'?
এ কি আমার মাঝে অাদিষ্ট আর কোন 'আমি'?
-হয়তো। হয়তো এ 'আমি' আমি নই
এ 'আমি' এমন এক শক্তিময় সত্তা
যার দ্বারা আমি সর্বদাই নিয়ন্ত্রিত হই।।