সবে মাত্র ক' দিন হলো, তুমি বেড়াতে গেলে-
বাসায় একা অামি, তুমি নেই পাশে
তবু তোমায় খুঁজে ফিরি আমি, তােমার শিল্পে-
টেবিল ক্লথে, কুশন কাভারে, ওয়ালম্যাটে
তোমার নিখুঁত অালপনায়, প্রতিটি সূতোর গাঁথুনিতে।
এই তো তোমার চলাচল টের পাই-
কিচেনে, ড্রইংরুমে, ডাইনিংয়ে।
কখনো খট খট শব্দে সিঁড়ি বেয়ে উঠতে
কখনও-বা বারান্দায় দাড়িয়ে বৃষ্টির টিপটিপ শব্দে।
হঠাৎ তোমার কন্ঠ শুনি-
রিডিং রুমে মেয়েকে পড়াতে, ছেলেকে শাসন করতে।
কখনো অবচেতন মনে, কানে বাজে "এই শুনছো--"
কখনও-বা জানালার পাশে বসে, পাখির ডাকে।
অামি যে তোমার স্পর্শ অনুভব করি--
বিছানা-বালিশে, ঘরের সকল অসবাব ছুঁয়ে।
কখনো ওয়্যারড্রবে কাপড় সাজাতে
কখনও-বা ফুলদানিতে রাখা তাজা গোলাপের পরশে।
রাতে তোমার অস্তিত্ব টের পাই--
তন্দ্রাতে, ঘুমে, স্বপ্ন ঘোরে
কখনো বুকের মাঝে- মুখ লুকোতে
কখনও-বা ভিন্ন আবেশে, ভিন্ন ভাবে।
ভয় নেই, ভেবোনা- তুমি কাছে নেই!
তুমি আছো, সব সময়ই আছো,
আমার সকল অনুভব, সমস্ত অনুভূতি জুড়ে।।