সংখ্যালঘু..
তুমি শব্দ ছিলে গণিতের বই খাতায়
ছাত্ররা তোমায় কাজে লাগাতো
নেহায়েত-ই অংক কষায়।
এখন তোমার দিকে দিকে কত প্রচার
বইয়ের পাতার সীমানা পেরিয়ে
তুমি বৈশ্বিক ব্যাপার।

সংখ্যালঘু..
আজ সংখ্যাধিক্যের বৈষম্যের কারনে
হরিয়েছো তোমার দাম
জাতিতে, ধর্মে, বর্ণে, গোত্রে
তুমি বিভেদের নাম।
শিক্ষাকে তুমি করতে পারনি জয়
অংকতে তোমার ভূমিকা থাকলেও
মনুষ্যত্বে পরাজয়।
সংখ্যালঘু, তোমার অবদান স্বীকার্য নয়।

সংখ্যালঘু..
আজ তোমার বাঁচার অধিকার ক্ষীণ
ওরা তোমায় নিশ্চিহ্ন করতে চায়
মুছে ফেলতে চায় শব্দভান্ডার থেকে
ওদের চিন্তা চেতনা হীন!
হয়তো একদিন তুমিও হবে
দখলকারীদের স্বীকার
সংখ্যাধিক্যের মানবিকতা আর
বিবেক, বিবেচনা বিকার।

সংখ্যালঘু..
এখন সময় হয়েছে, ভাবো
প্রতিবাদ করো, প্রতিরোধ গড়
নিজেকে কর হৃষ্ট পুষ্ট গরিষ্ঠ
না হয় অস্তিত্ব হবে যে বিলীন
সংখ্যাধিক্যের পদতলে হয়ে পিষ্ট।।