চলার পথে দেখছি আমরা
এ যুগের তরুণ তরুণীরা
চাল চলন আর বেশভূষাতে
এনেছে কত বৈচিত্রতা।
স্কিনটাইট সব টি-শার্ট পড়ে
মাসেল ফোলা জিম ফিগারে
প্যান্ট পরে কেউ এমন করে
কোমর থেকে পড়বে খসে।
নানান কাটে চুল কেটে কেউ
জেল মেখে ফের স্পাইক করে
কেউবা আবার দাড়ি কেটে
ঠোঁটের নিচে টিকি রাখে।
সানগ্লাস এক মাথায় চেপে
চলছ কেহ ডিভাইস কানে
কেউবা আবার কব্জি ভরে
ব্যান্ড সূতা আর ব্রেসলেটে।
নখ রেখে আর ভ্রূ কেটে
কেউবা সাজে মাল্টি সাজে
কেউবা আবার হাই হিল পড়ে
প্লাজো আর লেগিংস সাথে।
পার্স হাতে আর গগলস্ চোখে
কেউবা হাঁটে ক্যাট ওয়াকে
কেউবা আবার হিজাব করে
জিন্স ফতুয়া টি-শার্ট পড়ে।
দেখলে দূরে বন্ধুকে যে
হ্যাই হ্যালো আর মামা ডেকে
করছে কেহ সম্মোধন যে
হাত উঁচিয়ে একে অন্যে।
নানা রকম দিবস খুঁজে
উল্কি ট্যাটু তিলক এঁকে
দল বেঁধে সব পার্কে বসে
হিন্দি গানের কোরাস তোলে।
বাংলা খাবার তুচ্ছ করে
বসে চাইনিজ ফাস্টফুডেতে
বার্গার পিজা স্যুপের সাথে
মজে ড্রিংস চিয়ার আপে।
এসব কীর্তি কান্ড দেখে
জিজ্ঞেসিলে বলে শেষে
যুগের হাওয়ার তালে তালে
চলছি মোরা হাল ফ্যাশনে।।