('মৃত্যু' নিয়ে দুটি পংতি)
মৃত্যু
তুমি সত্য, তুমি শাশ্বত, তুমি চিরন্তন
শিশু কিশোর যুবক বৃদ্ধ
তুমি সবারে করো আলিঙ্গন।
তোমার নেই কারো সাথে সন্ধি
বিনা সমনে, বিনা নোটিশে
তুমি করো সবারে বন্দি।
তুমি চেনো না আমীর ভৃত্য
পক্ষপাতিত্ব করো না তুমি
করে যাও তোমার কৃত্য।
তুমি জীবন বিনাশী সূত্র
বিমার, বার্ধক্য, দুর্ঘটনা
এসব তোমার উছিলা মাত্র।
তুমি সৃষ্টির অপর নাম
জীবনের পাঠ চুকাও তুমি
জানাও বিদায় এ ধরাধাম।
মৃত্যু,
তুমি নির্দয়, তুমি নিরাকার
তুমি দুর্জয়, তুমি দুর্বার
কারো সাধ্য নেই তোমায় হারাবার।
তুমি রুখে দাও মনের বাসনা
জীবনের গতি থমকে দাও তুমি
দুঃখ, হতাশায় কামনা।
তুমি ঘাতকের পায়চারী
স্বজনের বুকে আঘাত করে
নিয়ে নাও প্রাণ কাড়ি।
তোমার নেই কোন জাতি গোত্র
সময় অসময় নেইকো তোমার
তুমি স্রষ্টার হুকুম মাত্র।
তুমি মরে যাওয়া নদীর নাব্য
বন্ধ হওয়া হৃদ স্পন্দন
জীবনের ইতি কাব্য।