চেতনায় বঙ্গবন্ধু
বি এম হাফিজুর রহমান
তুমি কোটি বাঙ্গালীর মুক্তির দূত
দিশেহারা জাতির কান্ডারি
তুমি তিমির রাতিতে পথহারা পথিকের
প্রদীপ হাতে আলোর দিশারী।
তোমার বজ্রকন্ঠের শানিত ভাষনে
ঝাঁপিয়ে পড়েছিলো লাখো বাঙালী
তাদের রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা
তবে, তুমিই ছিলে মহান কুশলী।
তুমি লাল সবুজের পতাকা দিয়েছো
দিয়েছো, মাথা উঁচু করে বাঁচার অাধিকার
আজ বিশ্ব দরবারে "বাংলাদেশ" নাম
তুমি এ মানচিত্রের রূপকার।
তুমি বঙ্গবন্ধু, তুমি মহানায়ক
তুমি এক অবিসংবাদিত নেতা
তুমি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
তুমি এ জাতির পিতা।
তুমি মহাবীর, বিশ্ব বরেণ্য
তুমি এক কালজয়ী মহাপুরুষ,
তোমার জীবন নিয়েছে যারা, ওরা হতভাগা,
ওরা কুলাঙ্গার, ওরা যে কাপুরুষ!
তোমার বিয়োগে মোদের শোকিত হৃদয়
কাঁদে ব্যথিত বেদনায়
তুমি অমর হয়ে রইবে চিরকাল
প্রতিটি বাঙ্গালীর চেতনায়।
তোমার সমাধিতে জানাই সশ্রদ্ধ সালাম
জানিনা, কিভাবে শোধিবো ঋণ
ক্ষমা করে দিও, এ জাতিকে তুমি
নয়তো, মাফ পাবে না কোনও দিন।।