আমি কে? নিজেকেই চিনি না,
তুমি তো পরের কথা –
আমি এক মহাশূন্যের অস্তিত্বহীনতার বেড়া!
আকাশ শূন্য, মহাশূন্যের নেই তার ঠিকানা,
মাঝখানে অজস্র ভাসে তরী -
রং-বেরং হয়তো ছেঁড়া পাল ইত্যাদি,
চাঁদে গেল রকেট অথচ শূন্যের মূল্য ছিল কঠিন
শূন্যের মধ্যে বাতাস ঢুকিয়ে তোমাকে মারে লাথি!