শীতের আঁধার –
নীরবে পড়েছিল ভুখারীর দল
বিছানা ছাড়া এক মাঠ ঘুমায়
মাঠটি উত্তরে হিমেল বাতাসে কাঁপছিল ঠক্ঠক্ –
উপরের ছাপড়া ভেঙ্গে নিয়ে গেছে আকাশ
প্রদীপ নিভে গেছে বৈশাখীর ঝড়ে
চোখগুলো উবে গেছে, ভীড় জমায় নক্ষত্র
এক সময় বুভুক্ষু মানুষেরা চারপাশ হাতড়িয়েছিল
কিন্তু পাশে কেউ ছিল না
অথচ সবই ছিল একদিন;
সর্বক্ষণ স্মৃতি কথা কয়, ওরা দেখেছে পাহাড়ের দাম্ভিক
আর শুনেছে নদীর গর্জন, ভাঙ্গনের শব্দ
কেন? স্বার্থান্বেষী কাক কোকিলের বাসা খুঁজে ফিরে?
পরিশেষে ভুখারীর দল, ভাঙ্গা মেরুদণ্ড আর একবার
সোজা করতে চায় – মিথ্যা আর স্বার্থের পাহাড়কে
সমাধি লক্ষ্যে অঙ্গীকার ছিল বলে –
শ্লোগানে এসো সবাই, সাবল আর ব্যানার হাতে অকপটে
আর কভু নয়, সত্যের এক পাহাড় গড়ি।