অবসাদ সাদা মেঘটা জড়িয়ে ধরতে চায় সর্বক্ষণ
ধমনীর প্রতিটি শিরা-উপশিরায় লাগে ঠাণ্ডা
হৃৎপিণ্ডটা বড় ধাক্কা খায়,
তবু ক্ষুধার রাজ্যে ঘুরে ফেরে এক ক্ষুধাতুর
আকাশ ফেটে বিদ্যুৎ চমকায়
খসে পড়ে ছোট তারা
আর ল্যাবরেটরির নরকঙ্কালগুলো পড়ে থাকে এক গাদায়;
কখনও ফুটপাত ধরে বন্দর হয়ে রেল স্টেশনে জমাট বাঁধে
রেল ইঞ্জিনের হুইসেলটা বাজবে কখন?
অপেক্ষায় থাকে সর্বক্ষণ, কোন সন্ধিক্ষণে?
স্খলিত প্রদীপের কালো শিখা
আজও চৈত্রের আকাশে ভেসে বেড়ায়
ভেসে বেড়ায় খণ্ড-বিখণ্ড অথবা
জমাট বাঁধা কালো মেঘ।