আমার একটা স্বপ্ন ছিল মনের ভিতর
যা পূরণ হবার প্রস্তুতির কম ছিল না
তারকা থেকে অনেক দূরে –
স্থির দাঁড়িয়ে থাকব চিরকাল
মিট মিট আলোয় আকাশকে সাপোর্ট দিতে চেয়েছিলাম;
হরতকি-আমলকি-বহেড়া বট মূল
কিছু রজনীগন্ধার ফুল মিশ্রিত করে সবার খেয়েছিলাম
কিন্তু নক্ষত্র হতে পারলাম না
পারলাম না জ্বলতে আকাশের বুকে
অথচ দিবাকর হতে চাইনি কোনদিন
স্বপ্ন পূরণ হলো না, আশাগুলো ফুরিয়ে যায়;
নক্ষত্রের খেলা আর হলো না –
ঝরা খরায় গেল ঝরে,
আচ্ছা, কেন এমন হয়? সোনালি মাঠ অন্ধকারে ভরে যায়
আবার নতুন বীজে সোনালি দেখা দিয়েও কেন তারে –
উড়িয়ে নিয়ে গেল শুকনো পাতার ন্যায়
এক চৈত্রের দাবদাহের ঝড়।