লাশ কাটা ঘর মর্গ
পড়ে আছে লাশ হয়ে চিৎ
অনেকক্ষণ ধরে – নেই ডোম কেন? মানি না
অথবা ডোম করছে লাশের সাথে ব্যভিচার
যা ডি.এন.এ দেয় সাক্ষ্য
মানি না, মানি না –
এ পৃথিবীতে সবক'টা দ্বীপে
অনেক বুলেট খরচ হয় অকাতরে, মানুষ মানুষকে মারে
অথচ জবাবদিহিতা নেই
ফিনকিতে রক্ত এসে যায় গড়িয়ে কেন?
মানি না –
দু’টি পায়ে লোহার শিকল পরিয়ে
উল্টিয়ে গাছে বাঁধে, করে প্রহার
অসহ্য দু’টি চোখ অসম্ভব বড় দেখায় কেন?
মানি না –
দংশিতা, নগ্ন নারীর আত্মচিৎকার বাঁধা দেয় অট্টালিকা
গলা কাটা লাশ পড়ে থাকে ড্রেনে,
অনেক মানুষ খায়, পচা ড্রেনের ত্যক্ত খাবার কেন?
মানি না –
ক্ষুধাতুর ভিক্ষুক ভিক্ষা মাগে দ্বারে
স্টিলের গেট থাকে বন্ধ
অথচ স্বপ্ন নীড়ের মাংস-পোলাও সুগন্ধ বাতাসে ভেসে যায়
মানি না, মানি না –
কথা রাখে নি বুড়ি চাঁদ, তাই বর্ণহীন হয়ে রয়
কথা ছিল “মানুষ মানুষের জন্যে”
অথচ আমরা কোথায় আজ?
এইতো এখনি কবিতা লেখার সময়।