গ্রীষ্মের দাবদাহের এলোপাতাড়ি বাতাস
ঘুড়ি নীলাকাশে যেতে চায়
লাটাইকে বললো – তোর যে অনেক সুতা আছে
আমাকে দিবি ভাই?
লাটাই উত্তর দিলো ঠিক আছে
ঘুড়ি বাতাসে গা ভেসে দেয়
বাতাসের অনেক স্তর ভেদ করে
নীলাকাশে উঠে যায়
তা দেখে চাঁদ আর তারা দেয় হাতছানি
আরো হতে চায় ঊর্ধ্বগামী
লাটাইকে বলে – তোর সবটুকু সুতা আমাকে দে না?
কিন্তু লাটাই থাকে নীরব
কেননা তার সব সম্পদ ঘুড়ি নিয়ে গেছে
আর যে সুতা নেই;
এমন সময় আকাশে বয়ে গেল ঝটকা বাতাস
ঘুড়ির ডানা ভাঙ্গলো, সুতা ছিঁড়ে গেল
টালমাটাল হয়ে আকাশে ঘুরপাক খায়
পরিশেষে ভূ-পৃষ্ঠের এক জঙ্গলে আটকে গেল
বড় হতভম্ব হলো লাটাই, এখন –
শূন্য হৃদয়ে ভূমিতে পড়ে থাকে একা।