মনের ভিতর একটি স্বপ্ন ছিল
যা পূরণের চেষ্টার ত্রুটি ছিল না,
কর্ম জীবনটি ছিল ব্যস্ততায় ভরা
অথচ সময় দ্রুত চলে যায়;
স্বপ্নটি কী ছিল তোমার?
তাতো বললে না? স্বপ্ন ছিল –
এতটুকু জায়গা ক্রয় করতে চাই,
একটি স্বাধীন বাসভূমি থাকবে চিরকাল।
জব রিটায়ার্ডের কিছু টাকা ছিল,
অনেক খুঁজেছি, কোথাও ক্রয়ের আসল ভূমি পেলাম না।
এক বুক আশা নিয়ে
পাহাড়ের কাছে গিয়েছিলাম একদিন,
বললাম, আমাকে একটু জায়গা দিবে ভাই?
এক বিমূর্তি যেন অটলে গেল ভরে!
নির্বাক দাঁড়িয়ে রইলো, কোন উত্তর এলো না।
আশাহত মন নিয়ে
ফিরে এলাম সমুদ্রের কাছে,
বললাম, একটু জায়গা দিবে? ক্রয় করতে চাই।
উত্তর এলো - না, আমার যে নিজের জায়গা নেই।
এভাবে সময় চলে গেল, অর্থ থাকলো না।
এতক্ষণে বুঝলে তুমি -
ভূমি মাতা বিক্রি হয়েছে ভূমি দস্যুর কাছে আগেই!
আছে ভূমি, কিন্তু মাতা নেই,
তাই আজ বসে কাঁদে বঙ্গজ।।