এ ভবে এসে দেখি কত সুন্দর আমার জন্ম ভূমি,
কত সৃষ্টি করিয়াছ প্রভু আপন করিয়া তুমি|
মনের তৃপ্তি ভরে দেখি আমি জগত,
তাইতো ভাবি আমি তুমি কতই না মহৎ|
গাছে গাছে ফল,
নদী ভরা জল|
করিয়াছ তুমি সৃষ্টি,
তাইতো আষাঢ়ে ঝরে অবিরাম কত বৃষ্টি|
বৃষ্টির জলে জাগিয়া ওঠে তোমারি সকল সৃষ্টি||

একটির তরে রাখিয়াছ তুমি আরেকটি বেধে,
কেউ বাচেনা কাউকে ছাড়া তোমারি নির্দেশে|
মানুষ তোমার সেরে সৃষ্টি,
তাদের দিয়াছ মনের দৃষ্টি|
সকালে সূর্য ওঠে,
কৃষকেরা নামে মাঠে|
কাজ করে বীজ লাগায়,
তোমারি দয়ায় সশ্য ফলায়|
সশ্যের ফলে মাঠ সুন্দর দেখায়||

ঐ দিকে পাখি ডাকে মনের আনন্দে,
কত আলো এসে পরে আমার এ পারন্তে|
মনের মাঝেতে তুমি দিয়াছ বিবেগ কত,
তাইতো তোমারি কাছে মানুষ সবাই নত|
তোমারি দেয়া জ্ঞান,
করিয়া স্বিজান|
বেচে থাকি আমরা,
আমাদের জন্য সৃষ্টি করিয়াছ ছোট্ট পোকা ভোমরা|
তোমার জন্য এসেছি ৩ জগতে আমরা||