চোখের তারার তীরের কর্ণে !
তুমি সেই ছিন্ন রণে ,
কাকতলীয় তনের স্পর্শে ।
তুমি বিনা আমি যজ্ঞের অশ্ব ॥
পথের পাঁচিলে বাধিত পদ ,
তোমার কোমল চিবুকের স্পর্শ
আপামোদ এই নতুন শিহরণ ।
জানি না ?
এ কী নতুন অবতারণ !
মাথায় যেনো লাগছে কয়েক কাহন ।
মধুর স্পর্শের কয়েক পরে ,
আমি যেনো বন্ধিত মায়ার অন্তরালে ।
তোমার ঐ শিহরণের চিরবাস্তবতা ।
অমর হয়ে থাকলো , আমার পাতায় ॥
-লেখার তারিখ-
--:০১/০৬/২০১৬:--