তোমার আশায়;
নীল দিগন্তে উড়ন্ত ঘুড়ি, নীল আকাশ ছুঁতে চায়।
ভালোবাসার প্রদীপ জেলে, তুমি কোথায় যাও?
বাতাসে ভাসিয়ে সুর, প্রেম বীনার সঙ্গীত।
মনোরমা তুমি কেন? ফেলে আমায় যাও!
সাদা তুষার ঘেরা, দেশের এই নরক যন্ত্রনায়।
তোমার আশায়;
আলোকিত পদ্ম কুড়ি নয়ন মেলি চায়।
বনরাজের শিশির কলি, ঘাম হয়ে যায়।
উল্দ পানের চঞ্চল পাখনা, রঙ্গীন ডাল পালায়।
স্নিগ্ধ ঘ্রানের শিউলী কুড়ি, রাত্রিতে মায়ায়।
তোমার আশায়;
সবুজ তিমির মুগ্ধ গরিয়সী, কঠিন ভাষায়।
লেলীহান লোভ টুকু, জীভের ডগায় লালায় জমায়।
সর্ব শক্তি গরিয়সী, তুমিতো আমার দোহায়।
তোমার আশায়;
প্রিয়তন্ময়ী সঙ্গীত রাগী, বেজায় রুক্ষ এই সুরে।
কঠিন ছন্দে মুদ্রিত সেই রাগ গরিয়ষী, তুই দিসনা মোহে।।
তোমার আশায়;
তুমি বিনা আমি যজ্ঞের অশ্ব, তোমাতে আমি পুরো নিস্ব।।
---২৪/০৩/২০১৬---