পৃথিবী   আজ   আবোল,   তাবোল
         রং এর খেলা শুধু ।
    দু -এক ফোঁটা সুখের মধ্যে ,
         দুঃখের মেলা শুধু ।
      কর্তিক মাসি শুক্ল পক্ষে,
     ফুটছে সে এক শ্বেত পদ্ম ।
      বনভাসি ঐ নদীর মধ্যে ,
ভাসছে দেখো এক খানা কচুরিপানা ।
  রঙ্গীন হাওয়ার ঝোঁকাতে আজ ,
  উড়ছে যে শুধু লেজ কাটা ঘুড়ি ।
     বামুন হাতে দুর্বো ফোড়া;
   চন্দনের তিলক মাথায় লেপা ।
      শব্দ বাজী পুড়িয়ে আজ ,
রঙ্গীন মশালে আমি দিলাম হাত ।
  তুড়ি মেরে ঘুড়ি উড়িয়েছে যে ,
বানভাসি নৌকা ভাসিয়েছে সে ।
      রক্ত আর পরশ পাথর ,
     বাঁধা আছে মোর বদনে ।
    সাদা পাতার জল ছবিতে ,
ভাসছে আজ সাদা তাজমহল ॥


                         ...........কলোকালি...........
                         -----15th July, 2017------