উদাসীন লাগে তব আজি-এ হৃদয় ।
কাটেনা যেন তোমায় বিনা কোনো প্রহর !
বার বার ফিরে আসে শীতল ভানুর ক্লেশ ।
আজ হোলো মধুর শেষ বিন্দু নিঃশেষ ।
অকপটে লুকিয়ে থাকো কুয়াশা বিন্দু হয়ে ।
বাতাসে ভাষিণী তরুণী তব তুমি ।
তমাল ঘুচিত উত্থীতো তোমার কেশ ।
তার চেও ভালো , রঙ্গিন সূর্যাস্তের দেশ ।
মুক্তো ভাষার সজল কাজলে বাঁধে না ।
ওগো বাঁধে না , সে যে আমার ঘেশ ।
বাহু তুলে ডাক দাও , তারে কোথা হতে ।
ফিরে ফিরে তাকায় তব , ঐ ললাট পানে ।
আমি নেই , আছি আমি চির-সন্তর্পণে ।
বাতাসে ভাসিয়ে নৌকা চলি আনমনে ।
ডুবছে ছোট্ট ঘাসের দল , নৌকোর জলের টানে ।
পাবদা এসে ডুব দেয় , নৌকোর এক কোনে ।
রবি এসে জুড়ে দেয় , বেলা শেষের গান ।
ফুরিয়ে এসেছে আজ-কে তার প্রাণ ।
শেষ হবে আজ ময়নার সেই গান ।
শুনতে পাবে তোমরা সবাই অন্ধকার বেলা ।
পেঁচার কান্নার সঙ্গে যতো দুঃখ , অবহেলা ।
____সুব্রত পাল ____
তাং : ০২/০২/২০১৬