স্তব্ধ আমার নয়ন আজ, চয়ন পরিত্যক্ত ।
উলঙ্গ আজ নারীরা সব , বস্ত্র পরিহিতা ।
অস্বচ্ছতার ঘেরাটোপে স্বচ্ছ কী ? আজ আর স্বচ্ছ !
ব্যবসার সব ফন্দি নিয়ে চলছে নাটক রঙ্গমঞ্চে ।
ভাঙ্গছে নতুন-নতুন কীর্তি সপ্তাহের উল্টো দিনে ।
সাহায্যের কৃপণতায় ভুগছে ছদ্মবেশী,
জোহুরীর আজ দোকান খানা ছেয়েগেছে হীরেতে।
খড়ম পরে মুন্সীরা সব করছে কীর্তন চার দেয়ালে ॥
বাঁধন ছাড়া ষাঁড়ের দল আজ উন্মাদনার স্বীকার ।।
পায়ের খুরে দলছে তারা কোমল কচি দুর্বার বাহার ।।
ইতিহাস হয়ে থেকে গেছে গুহার চিত্র , প্রাচীনতম ।
বাস্তব কি সত্যিই খুবই কঠিন! বলছি আমরা সবাই ॥
এইতো বেশ দিন কাটছে নাকে নস্যি , পাতে ইলিশ ।
ভাবুন এবার, জাগুন এবার ইলিশ-কে না হয় বাঁচান এবার;
তুমি যদি বাঁচাও তারে আহারে, সবাই থাকবে শান্তির তীরে।
ইলিশ-কে না হয় না বাঁচিয়ো,নিজেকেতো সম্মান করো ।
আমরা সবাই দেবতার দূত, এই কথা কী অস্বীকার করো!
তুমি মেরুদন্ড হীন সাপ, নিজের রক্ত আহার করো কেমন?
নিজের গর্ব, নিজের সম্মান, চৌ-রাস্তায় বিলীন করো ।
অসভ্যতার খোলস ছেড়ে, নতুন বর্ম ধারন করো ॥
-----কালোকালি-----