ধুলি মাখা মেঠো পথ জড়িয়ে দুর্বার ঘাস ,
সদা মমতা- কে জড়িয়ে সবুজ সে শ্বাস ।
কঠিন বাস্তব লুকায়িত এই মেঠো পথে ,
রাঙা পায়ের পদধূলি কাদা মাখা পথে ।
চনমন করে খেলছে দুর্বার দল ।
ডানা মেলে উড়ছে দূর্বা ফুলের দল ॥
আবার দূরে বংশ বৃদ্ধির আশ্বাস ।
উন্মোচন করিল তব নব উচ্ছাস ।
পুরোনো প্রজন্মের দীর্ঘ নিরাশা ।
ঘুচাইলো তোদের নব জীবন ।
বহুদূর ছড়িয়া যাবে !
যাবে উপকূল ॥
সকল ভাসায় ডাকিয়া বলবে ।
কি অমিয় সুন্দর এই ঘাস ফুল ।
পদ পিষ্ঠ করছি তবুও ,
উচ্ছাস গলা ভরা ।
মনের মধ্যে নেই তবুও প্রকল্প সফল হয়ার ।
সবুজ পাতার রং - মেখে আমরা ,
করি রক্ত- কে চামড়া ;
মনের মধ্যে আছে ভয় ।
তবুও প্রজন্মের কমেনি কোনো উল্লাস ॥