পাতা ঝরা বক্ষ নিশ্চুপ আজ ।
উত্তাপে,করে খান খান বেদনা আজ।
জল নিয়ে করে খেল চক্ষু আজ।
হাওয়া হয়ে ভেসে যায় উন্মাদনা।
প্রেয়সী সে যে এলো না আজ!
রাত থেমে ভোর হয় কোকিলের ডাকে।
মেঘ সরে রবি হাঁসে অমাবস্যার ফাঁকে।
আড়াল থেকে বেরিয়ে রাত্রে চন্দ্রমা ও হাঁসে।
খোলস থেকে বেরিয়ে ডাকে ছোট্ট কোকিল ছানা।
তবুও প্রেয়সী খোঁজ করে না,-ও মা।
প্রভাতের শিশির বিন্দু ঘাসের ডগায় থকে।
সকলে সোনার রবি, মুখে হাসি থকে।
ভালবাসার অপেক্ষায় থকে ছোট্ট কোকিল ছানা।
ফেরার অপেক্ষায় থকে তার অজানা।
তবুও তুমি কেন ফেরন, ওগো প্রেয়সী সোনা।
মানে না মন জগে, না রাগ।
চক্ষু চড়ক গাছ।
খেতে পারিনা, ধরে ন ঘুম ।
কেন অমন হয়?
প্রেয়সী তুমি ফিরে এলে,খুবি ভালো হয়।