প্রেম সেতো আসে যায় ,
আজ যেমন হয়েছে আমার বৃষ্টিরে।
বুঝলে কাল-ও ছিল
ওই প্রভাতের সোনালী রোদ ।
তুমি জানলে অবাক হবে ,
গেলো বসন্তে প্রেমে মাতাল ছিলাম
কোকিল গুলোর কুহু ডাকে ।
এই বসন্তে কোকিলের রূপ দেখে,
প্রেম সেতো ছাই
তার কথা স্মরণ করতে চাইনা ।
তুমি আমার হৃদয়ে
অগাধ প্রেমের ভান্ডার খুঁজছো !
সে তুমি পাবে না ।
আমার বাল্য রেখা অতিক্রমের পর থেকেই ,
প্রেম নামক বস্তুটি হৃদয় ছেড়ে
রেটিনায় এসে বাসা বেঁধেছে ।
মায়ের সেই মমতা আর প্রেমের না ফুরানো ভাণ্ডার
প্রতি বসন্তে কোকিলের ফিরে ফিরে কুহু কুহু ডাক
প্রতি বৈশাখের বিকেলের কালবৈশাখী ঝড়
সবই আমার চোখে স্বার্থপরতার বহিঃপ্রকাশ ।