(১)
জন্ম নিয়েছে আমারই তেজ আজ ।
টুক করে একখান সেলফি তুললাম ,
জায়া আমি আর আমার সজীবতা ।
ছবি টিকে ছেপে, ভালো ফ্রেমে বেঁধে
স্মৃতি সাজালাম দেয়ালে ।
(2)
প্রথম যেদিন মুখে ভাত নিল ,
আনিয়ে ছিলাম এক নামি ফটোগ্রাফার ।
এর মাঝে-তো অনেক ফটো তুলেছি আমার ফোনে।
তার মধ্যে ওনেক গুলো সাজিয়েছি ঐ দেয়ালে ।
ফোকলা দাঁতের মুচকি হাঁসির ছবিটা খুবই সুন্দর ।
(৩)
তারপর আর কি বা বলবো ,
দেখতে দেখতে ভরে উঠলো দুটো আস্ত বড়ো দেয়াল।
মাঝে মাঝে আমার মনে হোতো কিছু একটা উধাও এত ছবির মধ্যে ।
মাথা চুলকে খুঁজে না পেয়ে টিভিতে মন দিতাম ।
তবুও যেন থেকে যেত কিছু হারানোর আফসোস ।
(৪)
দেখতে দেখতে স্কুল শুরু, কবে হলো যে শেষ !
কলেজ শুরু হতে-না-হতে, প্রেমেতে নিল দীক্ষা ।
এরই মধ্যে দেখতে দেখতে ভরে উঠলো আর একখান দেয়াল ।
বাকি ছিলো যেটা ভরে গেলো সেটা ।
বিয়ের দু-চার দিন আগে ।
(৫)
দেখতে দেখতে কোথা থেকে যে কি সব হয়ে গেলো !
ছেলে আমার বিয়ে হয়ে, বৌ নিয়ে বাড়ি ছাড়লো ।
এতো বড়ো ঘরে আমরা যুগল, আর ছিলো ভূত বাতাস ।
পুরো পৃথিবীতে যাই ছিলো আজ শূন্যেতে এসে দাঁড়ালো ।
মাধ্যাকর্ষণ হারিয়ে ফেলছি আমি এই বেলা ।
(৬)
এতো দিন পরে অনুভব করলাম ,
মোদের ভালোবাসা যায়নি লুপ্ত হয়ে ।
তাহলে এতো দিন ভুলে ছিলাম কেমনে, এই মোহের জগতে ।
অনেক ভাবনার ভবিষ্যতে মাথায় এলো তার উত্তর ।
এতো দিন শুধু ভুলে ছিলাম ব্যস্ততার পরিহাসে ।
(৭)
আজ মনে হয় অতীত গুলো হারিয়েছে ,
এই ফটো ফ্রেম গুলোর মধ্যে ।
সত্যি মানুষ দেখতে পায়না সত্যি মিথ্যের অন্তর ।
তাইতো মানুষ করতে পারেনা নিজের ভাবান্তর ।
আমিও ছিলাম ছেলে সেদিন বুঝিনি বাবার ব্যথা ।
(৮)
বুকের মধ্যে ফাটল গুলো বড়ো হচ্ছে এখন ,
দেয়ালের ঐ ছবি গুলো ভাসছে চোখে যখন ।
অতীব দূরের চোখের জল ভাসছে চোখে আজ ।
দারুন একখান শিক্ষা পেলো বাবার খোকা আজ ।
আজ সত্যি অতীত গুলো ভুলভাল ফটোফ্রেমে ।